মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

সরকারকে প্রতিহত ও পরাজিত করাই আমাদের মূল লক্ষ্য: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সব কিছু দুমড়ে, মুছড়ে ধংস করে দিয়েছে। ক্ষমতাসীনরা ফ্যাসিস্ট ও দানবে পরিণত হয়েছে বলে অভিযোগ করে, এই সরকারকে প্রতিহত ও পরাজিত করাই আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমানে সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এখন নিরেট বাস্তবতা হচ্ছে ভয়াবহ ফ্যাসিবাদী দানবীয়, মনস্টার আমাদের সবকিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। তাকে প্রতিহত করা এবং পরাজিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলমান রাজনৈতিক সংকট এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনো প্রাসঙ্গিক ও প্রেরণা দায়ক বলেও মনে করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, কবিদের মধ্যে মানুষকে জাগিয়ে তোলা, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে আমার মনে হয় এই সময়ে নজরুল ইসলামকে যদি স্মরণ করি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হবো।

তিনি বলেন, যখন ভোলাতে আমার ভাই নুর আলমকে গুলি করে হত্যা করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করে দেয়া হয়, অথবা যখন আমাদের নেতা-কর্মীদের উপর নির্যাতন-নিপীরণ করা হয়। যখন আমরা দেখি আমাদের নেতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়।

যখন আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে বিদেশে নির্বাসিত করে রাখা হয়। তখন নজরুল ইসলাম আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়। তাকে অনেক বেশি অনুসরণ করতে ইচ্ছে করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল গবেষক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102