প্রশ্ন: আমার বয়স ২৬ বছর। আমি গ্রামের এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আমার ৫ বছরের একটি ছেলেসন্তান আছে। স্বামীর কাপড়ের দোকান আছে। আমাদের বিয়ের বয়স ৫ বছরের কিছু বেশি। বিয়ের প্রথম ৩ বছর আমাদের সংসার ভালোই যাচ্ছিল। কিন্তু গত বছর থেকে আমার স্বামীর আচার-আচরণে পরিবর্তন লক্ষ করি। প্রায়ই রাত করে বাড়ি ফেরেন। এত দেরি কেন জানতে চাইলে বলেন, বাইরে কাজ ছিল। একপর্যায়ে বুঝতে পারি আমার স্বামী নেশা করেন। যতই দিন যাচ্ছে, পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। সংসারের সামান্য বিষয়ে ছেলের সামনেই আমার গায়ে হাত তোলেন। আমি এই নির্যাতন আর সহ্য করতে পারছি না। আমি এখন কী করব? মামলা করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুলাউড়া
পরামর্শ: শারীরিক নির্যাতনের শিকার হলে আপনি মামলা করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে অনুরূপ নির্যাতনের পরপরই নিকটস্থ সরকারি কোনো হাসপাতালে চিকিৎসা নিতে হবে।
তারপর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র তথা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিকটস্থ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা করতে পারবেন। থানা যদি মামলা নিতে না চায়, তাহলে একজন আইনজীবীর মাধ্যমে সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন।
প্রশ্ন: আমার বয়স ২৮ বছর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার বিয়ের বয়স ৫ বছর। আমার স্বামী একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বিয়ের পর আমাদের সংসার ভালোই যাচ্ছিল। কয়েক বছর পর বুঝতে পারি, আমার স্বামী অন্য এক নারীকে পছন্দ করতে শুরু করেছে। আমি এক বান্ধবীর কাছ থেকে এ বিষয়ে জানতে পারি। পরে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছি। ইদানীং আমার সঙ্গে ভালোভাবে কথাও বলে না। সব সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকে। এমনকি রাতে ঘুম ভাঙলে দেখি ফোনে কথা বলছে। ইদানীং আগের মতো সংসারের দায়িত্ব পালন করে না। আমি আমার স্বামীকে ছেড়ে যেতে চাচ্ছি না। আমি সংসারে সুখ-শান্তি আবার ফিরে আনতে চাই। এ অবস্থায় আমি কী করতে পারি, সে বিষয়ে পরামর্শ চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক, পাইকপাড়া, ঢাকা
পরামর্শ:এমন ধরনের সমস্যায় আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ সে অর্থে নেই। কারণ আমাদের দেশে প্রচলিত ব্যক্তিগত অধিকারবিষয়ক আইনগুলোতে এখনো দাম্পত্য বা প্রণয়ঘটিত সম্পর্কে প্রতারণাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। যদিও এ ক্ষেত্রে আপনার নৈতিক অধিকার খর্ব হচ্ছে এবং আপনার স্বামীর কৃতকর্ম স্পষ্টতই নৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না কোনো আইন এ ধরনের (পরকীয়া বা অন্য কোনো উপায়ে সম্পর্কে প্রতারণা) অপরাধকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর বিরুদ্ধে কোনো আইনগত অধিকার বলবৎ করা যাচ্ছে না। দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে প্রচলিত আইনে এখনো দাম্পত্যের এ সমস্যাগুলোকে অধিকার বা অপরাধের সংজ্ঞায় ফেলা হয়নি।
পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট