ইউ কে বিডি ডেস্ক: মৃৎশিল্প রক্ষা নেটওয়ার্ক এর ইমপ্লিমেনটারী মেম্বারশীপ বাস্তবায়নকারী সদস্যপদ সংগ্রহের জন্য সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে আগত এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার (২৮ জুন) এক মতবিনিময় সভা গফরগাঁও ফাউন্ডেশন এর অফিস মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়।
সভায় কনসালটেন্ট কায়ছার আহাম্মেদ তার বক্তব্যে বলেন, মৃৎশিল্পীদের মাটির তৈরি দৃষ্টিনন্দন বিলাস সামগ্রী এখন ইটালি, কানাডা, অষ্ট্রোলিয়া, ফ্রান্স, ডেনমার্ক, ইউকে, স্পেন, জাপান, ইউএসএ ও নিউজিল্যান্ডে রপ্তানি হচ্ছে ফলে চলুন আধুনিকতার নির্মমতার হাত থেকে মৃৎশিল্পকে বাঁচাতে সকলে এগিয়ে আসি।
সভায় উপস্থিত ছিলেন, মোঃ সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, (এআরডি), কনসালটেন্ট মোশারফ হোসেন, শহিদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান শতবর্ষ ফাউন্ডেশন,বিক্রমপুর আইন সাহায্য সংস্থা (বিএলএও) এর নির্বাহী পরিচালক এডভোকেট আবুল কাশেম,গফরগাঁও ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, সুন্দরী দেবী সাধারণ সম্পাদক নাগরী, দেশসেবা সংস্থার নির্বাহী পরিচালক আহিদুজ্জামান, ওয়াষ্ট হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশন এর চেয়ারম্যান দেলওয়ার হোসেন, ফ্রেন্ডস সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান জসিম উদ্দিন, প্রধান প্রকল্প সমন্বয়কারী এ্যাসোসিয়েশন টু অ্যাসিস্ট দা আন্ডার প্রিভিলেজ(এ্যাসাপ) শফি মাহমুদ, বিজনেস এন্ড ডেভেলপমেন্ট এর সিনিয়র ম্যানেজার আয়েজ উদ্দিন আজাদ, ডাঃ আতিকুল ইসলাম প্রমুখ।