ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত মানুষের মাঝে কক্সবাজারের “আর্ত মানবতার সেবায় নিয়োজিত” হোপ ফাউন্ডশেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মুল্যে প্রয়োজনীয় ঔষধ এবং রান্না খাবার বিতরন করা হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ এর সূচনা কমূসূচীর আয়োজনে সোমবার উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদে দুইজন বিশেষজ্ঞ ডাক্তার ও দুইজন নার্স,দুইজন মিডওয়াইফ এবং ১৪ জন ভলেন্টিয়ার দ্বারা ফ্রি মেডিকেল স্বাস্থ্য সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।এলাকার নারী, শিশু ও পুরুষ মিলে সহশ্রাধিক রোগী এ সেবা গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন,উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া।
এসময় বক্তারা বলেন,বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।স্মরণকালের ভয়াবহ বন্যায় খাবারের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন হাজার হাজার মানুষ। বন্যাদুর্গত অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হোপ ফাউন্ডশেন বন্যার্তদের খাদ্য চাহিদা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাধ্যের সবটুকু সামর্থ নিয়ে কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষের সেবায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও বানভাসি মানুষ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম বলে মত প্রকাশ করেন তারা।
উপস্থিত ছিলেন ডাঃ তানভিন হোসেন জিসান, ডাঃ মোঃ ফয়সাল, প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমীন, সমন্বয়কারী মুহিবুল ইসলাম মিশরাহ, সূচনা কর্মসূচীর উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুল হক, নিউট্রিশন অফিসার ঝন্টুলাল পাল, মোছাঃরুপসানা খাতুন, ম্যাকমো ফাহমিদা হক, ইউনিয়ন সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির, জিসিডি মোঃ নজরুল ইসলাম, এফএফ বিকাশ চন্দ্র দেবনাথ, মোঃ আতিকুর রহমান , মোছাঃ শামিমা আক্তারসহ সূচনার কমিউনিটি মোবিলাইজারগণ উপস্থিত ছিলেন।