রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

এমপি মনু’র ভূয়া পিএস গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা -৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম ব্যক্তিগত সচিব (পিএস) দাবি করে চাঁদাবাজির সময় তারেক জামাল নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি।

সোমবার রাতে যাত্রাবাড়ি থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন এমপি‘র পিএস মো: জিয়াউদ্দিন জিয়া। এ বিষয়ে কাজী মনিরুল ইসলাম মনু’র পিএস মো: জিয়াউদ্দিন জিয়া বলেন, সম্প্রতি সময়ে তারেক জামাল নিজেকে এমপি মহোদয়ের পিএস পরিচয় দিয়ে স্থানীয় ব্যাবসায়ীদের কাছ থেরেক সুবিধা দেওয়ার কথা বলে অনৈতিক কাজ করে আসছে। এমনকি থানায় ফোন করে বিভিন্ন তৎবির করেছে বলে আমরা জানতে পেরেছি। আজকে হাতেনাতে তাকে ধরেছি এবং পুলিশে সোপদ করেছি।

জানা গেছে, প্রতারক তারেক জামাল এমপির পিএস মো: জিয়াউদ্দিন জিয়ার নকল ভিজিটিং কার্ড ব্যবহার করে এবং নিজেকে সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু‘র পিএস জিয়াউদ্দিন জিয়া দাবি করে যাত্রাবাড়ি ইবনেসিনা হাসপাতালে চাঁদাবাজি করতে যান। এ সময় হাসপাতালের কর্মকর্তাদের নানা ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ টেলিফোনে বিষয়টি এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে জানান। বিষয়টি কাজী মনিরুল ইসলাম গুরুত্বের সাথে আমলে নিয়ে তার ব্যাক্তিগত সহকারি মো: জিয়াউদ্দিন জিয়াকে সাথে নিয়ে ছুটে আসেন হাসপাতালে এবং হাতেনাতে ধরে প্রতারক তারেক জামালকে পুলিশে সোপর্দ করেন। এই ধরনের প্রতারক ও চাঁদাবাজদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য জোর অনুরোধ করা জানিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। তিনি বলেন,তারেক জামালের মতো টাউট- বাটপারদের বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মী অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেন। অপরাধীদের কোনো ছাড় দেন না। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি ঢাকা -৫ নির্বাচনী এলাকায় কোনো অপকর্ম চলবে না। অপরাধের সাথে যারাই জড়িত থাকবে কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানা এস আই নওশের জানান, ইতিমধ্যে তার নামে একটি প্রতারনা মামলা হয়েছে। মামলা নং-১১৯/২৭-৬-২২ইং। তিনি জানান, গ্রেফতারের পর প্রাথমিকভাবে প্রতারক তারেক জামাল অপরাধের কথা শিকার করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102