শহিদুল ইসলাম, সিলেটঃ মানুষ মানুষের জন্য স্লোগানে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর পক্ষ থেকে সিলেট সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর আশ্রয় কেন্দ্র ও বৃহত্তর রাঘবপুর, হরগৌরী পুর্বপাড়া, হাওরের (বিল) মাঝে বন্যার্তদের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন
যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি লিডার ও সংঘঠনের উপদেষ্টা গয়াছ মিয়া (গিয়াস), সিলেট লালদিঘীরপার এর বিশিষ্ট ব্যাসায়ী ও সংগঠনের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম (আলম)।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, প্রচার কমিটির টিম লিডার ও সদস্য আব্দুল মালেক, হাদিউল ইসলাম শাহরিয়ার, স্থানীয় সমাজ সেবক ও সালিশ ব্যক্তিত্ব কয়েছ আহমদ, সমাজ কর্মী সোয়েব আহমদ, কাওছার আহমদ সেবুল, জায়েদ আহমদ, খালেদ আহমদ, মালেক আহমদ, হারুন মিয়া, মোঃ জায়েদ মিয়া, আলমগীর আলী, আলী আহমদ, জুনেদ আহমদ, আবু হুরায়রা, হাসান আহমদ, জুবায়ের আহমদ জামিল প্রমুখ।