রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

পদ্মা সেতুর উদ্বোধনে যাবে না বিএনপি: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় সরকার। বেলা ১১টার দিকে সেতু বিভাগের উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মোট ৭ জনকে আমন্ত্রণ জাননো হয়। আমন্ত্রণ পাওয়া অন্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, যারা তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চুবিয়ে মারতে চায়, যারা বিশিষ্টজনদের চুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপির নেতাকর্মী কখনোই যেতে পারে না।

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমাদের কথা পরিস্কার। হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচনই হবে না। আওয়ামী লীগকে সরে যেতে হবে। নির্বাচনকালীন নির্দলীয় নিরেপক্ষ সরকার হলেই নির্বাচন হবে। তখনই প্রশ্ন আসবে আমাদের প্রধানমন্ত্রী কে হবেন।

‘আমাদের প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমাদের নেতৃত্বের সমস্যা নাই। বিএনপিতে কোনো নেতৃত্বের সংকট নেই।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের (আওয়ামী লীগের) সংকট আছে। একমাত্র হাসিনা ছাড়া আর কেউ নেই। তিনি চলে গেলে নেতৃত্ব নিয়ে কী যুদ্ধ হয় তা তারাই বলতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102