শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ব্রিটেনে পৌঁছেই করোনায় আক্রান্ত বিরাট কোহলি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: করোনা সংক্রামিত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে ব্রিটেনে উড়ে যেতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর এক খবর। ব্রিটেনে পৌঁছেই নাকি বিরাট কোহলি করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি এখন সুস্থ হয়ে উছেঠেন এবং লেস্টারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও মাঠে নামবেন।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে লন্ডনে পৌঁছনোর পরেই করোনা আক্রান্ত হন কোহলি। সংবাদমাধ্যমটির এক সূত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, কোহলিও মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে আসার পরে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ হয়ে গিয়েছেন।

কোহলি যে এই মুহূর্তে পুরোপুরি সুস্থ, তাতে কোনও সন্দেহ নেই। কেননা ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাকে। মঙ্গলবার লেস্টারশায়ারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় সতীর্থদের উদ্দীপ্ত করতে দেখা যাচ্ছে বিরাটকে।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যাচ্ছে কোহলিকে। নেটে সাবলীলভাবে ব্যাট করেন তিনি। তবে ভারতীয় শিবিরে এমন পরপর করোনা সংক্রমণের খবরে দলের সার্বিক প্রস্তুতিতে ব্যঘাত ঘটতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে ভারতীয় দল লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে মাচে মাঠে নামবে। পরে ১ জুলাই থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খলেতে নামবেন রোহিত শর্মারা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102