শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

রানীশংকৈলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও এর রানীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শুক্রবার দুপুর আনুমানিক ১ টা ২০ মিনিটে গোগর নামক স্থানে রানীশংকৈল ও পীরগঞ্জ থেকে আগত দুইটি দুরন্তগতির মোটরসাইকেল এর মধ্যে ট্রাককে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘঠনায় ঘঠনাস্থলেই দুইজন মৃত্যু বরণ করেন এবং দুইজন কে গুরতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া এলাকার জগেন রায়ের ছেলে জয় রায় (১৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুল রায়ের ছেলে তিলক চন্দ্র(১৮)।
এ ঘটনায় আরো গুরুতর অসুস্থ হয়ে হাসপালে ভর্তি আছেন নেত্রকোনা জেলার তালামদন উপজেলার নরুল ইসলামের ছেলে মামুন (২২) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অনিত রায়ের ছেলে আশাফুল (১৯)।

থানা অফিসার ইনর্চাজ জাহিদ ইকবাল আরো জানান, লাশ পীরগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে তাদের পরিবার এলেই ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন  রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102