শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

বিয়ানীবাজার পৌরসভার নতুন মেয়র ফারুকুল হক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস ফারুকুল হক বিজয়ী হয়েছেন।

চামচ প্রতীক নিয়ে ৪ হাজার ১০০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আবদুস শুকুর পেয়েছেন ২ হাজার ২৭ ভোট।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন ফারুকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজারের ভোটাররা এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন।

jagonews24

বেসরকারি ফলাফল অনুযায়ী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ) ১ হাজার ৪৯৯, আবদুস সামাদ আজাদ (হ্যাঙ্গার) ১ হাজার ১৬৪, আহবাব হোসেন সাজু (কম্পিউটার) ১ হাজার ৪৬৩, আবদুল কুদ্দুস টিটু (হেলমেট) ৬৭১, মো. অজি উদ্দিন (নারিকেল) ২১৫, জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙল) ১৩৮ এবং কমিউনিস্ট পার্টির আবুল কাশেম (কাস্তে) ১৭৩ ভোট পেয়েছেন।

১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৭৯৩ জন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102