শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

দুদকের মামলায় সাবেক ওসি কারাগারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুদকের উপপরিচালক রামপ্রসাদ পৃথক চারটি মামলা করেন। ওই মামলায় সাবেক ওসি গোলাম সরোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করা হয়।

সঞ্জীব সরকার বলেন, মামলায় দুপুরে সাবেক ওসি গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজিরা দেন। আদালতে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। এ সময় গোলাম সারোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে আদালত তার ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেছেন। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102