মোঃ শফি মাহমুদঃ সমাজসেবা কার্যালয় -৮ মিরপুর ঢাকার উদ্যোগে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হয়েছে। শহর সমাজসেবা কার্যালয় ৮ এর সমাজসেবা অফিসার মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (ইউসিডি) মোঃ মোস্তাফিজুর রহমান, সমন্বয় পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ উল্লাহ রতন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল, সমাজসেবা অফিসার ইউসিডি-১ মোঃ নুরুল ইসলাম, ইউসিডি-৩ মোঃ সালাউদ্দিন, ইউসিডি-৪ শাহীন আক্তার সুইটি, ইউসিডি-৬ কে এম শহীদুজ্জামান, উত্তর সিটি কর্পোরেশন ঢাকা এর মেয়র প্রতিনিধি ওমর ফারুক, ইউসিডি- ৮ এর আজীবন সদস্য ও এ্যাসাপ এনজিওর প্রধান নিবার্হী দেলওয়ার হোসেন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি শেখ ফরহাদ, শাহীন মাষ্টার, কাফরুল থানা পুলিশ ইন্সপেক্টর অপারেশন, পৌর সমাজকর্মী বৃন্দ, ইউসিডি-৮ এর সহায়কর্মচারী হারুন অর রশিদ ও ইউসিডি-৮ এ ঋণ গ্রহিতারা।