স্পোর্টস ডেস্ক: শেষ সেশনে নিউজিল্যান্ডের ব্যাটিং ধ্বস। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে তাদের স্কোর ২২৪/৭। ট্রেন্ট ব্রিজে বিকেলের সেশনে ১১০ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তাতে শেষ দিন নাটকীয় জয়ের আশায় ইংল্যান্ড।
তিন উইকেট হাতে রেখে ২৩৮ রানের লিড নিউজিল্যান্ডের। মঙ্গলবার সকালের সেশন কেমন কাটে তাদের, সেটাই দেখার। ক্রিজে আশার আলো হয়ে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেল, তিনি অপরাজিত ৩২ রানে। ৮ রানে অপরাজিত থেকে তার সঙ্গী ম্যাট হেনরি।
দ্রুত নিউজিল্যান্ডকে অলআউট করতে পারলে ইংল্যান্ডের সামনে জয়ের দারুণ সুযোগ। লর্ডসে প্রথম টেস্টে জো রুটের সেঞ্চুরিতে ২৭৭ রান তাড়া করতে সফল হয়েছিল ইংল্যান্ড। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে পারলে ইংল্যান্ড ২০২১ সালের জানুয়ারির পর প্রথম সিরিজ জিতবে।
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথামকে ফিরিয়ে ক্যারিয়ারের ৬৫০তম টেস্ট উইকেট নেন। ৩৯ বছর বয়সী ফাস্ট বোলার স্পিন লিজেন্ড শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে স্পর্শ করলেন।
এরপর উইল ইয়াং (৫৬) ও ডেভন কনওয়ে (৫২) প্রতিরোধ গড়েন ১০০ রানের জুটিতে। তারপর দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলের লিড দুইশ ছাড়ায় মিচেল ও হেনরির ব্যাটে।
সোমবার সাকলের সেশনে ইংল্যান্ড অলআউট হয় ৫৩৯ রানে। ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট। রুট ইনিংস সেরা ১৭৬ রান করেন। ১৪ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে নিউজিল্যান্ড।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম