রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের বিনম্র শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

সোমবার সকাল ১০ টায় টুঙ্গীপাড়ায় অবস্থিত জাতির পিতার সমাধিতে তিনি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় ১৫ আগস্ট কালরাতে জাতির পিতার সাথে তার পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া শহীদ মুক্তিযোদ্ধাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সমাধি সৌধ ঘুরে দেখার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মে ছিলেন বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র ও স্বাধীন পতাকা পেয়েছি। তার অবিসংবাদিত নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করেছে। তার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না।

এ সময় মহাপরিচালক সাথে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, খুলনা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন, টুঙ্গীপাড়ার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার, ফায়ার সার্ভিসের স্থানীয় উপসহকারী পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102