স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা শহরে নৈরাজ্য চালানোর অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৪ জুলাই তিনজনকেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত প্রতিবেদন আমলে নিয়ে এই সমন জারি করেন।
অভিযুক্ত অপর দুজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম