

“লায়ন্স ক্লাবের সদস্য হওয়ার বিশেষ সুযোগ” বিশ্বের সর্ববৃহৎ ও প্রাচীনতম আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব। ২০২০-২০২১ লায়ন্স বর্ষে বিশ্বব্যাপী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রকোপ থেকে অসহায় মানুষদেরকে সেবা ও সর্বোচ্চ সহযোগিতার উদ্দেশ্যে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল নতুন লায়ন সদস্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। লায়ন্স বর্ষে ২০২১-২০২২ লায়ন্স ক্লাব এর নতুন সদস্য আহব্বান করা হচ্ছে। লায়ন্স ক্লাবের সদস্য হতে হলে একজন ব্যক্তির মধ্যে তিনটি বিশেষ গুনাবলী থাকা।
যা আবশ্যকঃ
১, অসহায় মানুষের সেবা করার মানসিকতা।
২, দুঃস্থ মানুষদের সয়াহতার আর্থিক সামর্থ্য।
৩, লায়ন্স কার্যক্রমে অংশগ্রহণের জন্য সময়।
আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সদস্য হতে আগ্রহীরা এই বিশেষ সুযোগটি গ্রহণ করে সদস্য হতে পারেন।
প্রয়োজনে সরাসরি ফোনে ইনবক্স Send_Message হোয়াটসঅ্যাপ অপশন এ যোগাযোগ করুন।
যোগাযোগ নাম্বার ০১৭১২৭৩৭৫৮৪।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল।
জেলা ৩১৫বি৩ লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি।
চার্টার প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন মো: হাসান কবির সিদ্দিকী মুন্না।সংবাদ বিজ্ঞপ্তি।