সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

ডিসি নিয়োগের সাক্ষাৎকার ২৭ মার্চ থেকে শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য ফিটলিস্ট প্রণয়ন করতে উপসচিব পদমর্যাদার প্রশাসন ক্যাডারের ১৭৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে সরকার। 

আগামী ২৭ মার্চ এবং ৩, ৪, ৬,৭ ও ১০ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে এদের সাক্ষাৎকার নেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে ডিসি পদে ফিটলিস্ট প্রণয়নের সাক্ষাৎকার নেওয়া হয়। 

প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়। ডিসি পদে নিয়োগের আগে যোগ্য কর্মকর্তা বাছাই করে ফিটলিস্ট করে সরকার। এই ফিটলিস্টে থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়। সাধারণত ফিটলিস্ট প্রণয়নের দিন থেকে এর মেয়াদ এক বছর ধরা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক চিঠিতে জানিয়েছে, প্রথম দিন ২৭ মার্চ ২৫ জন এবং অন্য দিনগুলোতে ৩০ জন করে কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102