আদালত রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ তার বিভিন্ন বিচারিক সিদ্ধান্তের জন্যই সবার মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রোববার সকালে জাতীয় ঈদগাহে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কফিনে শেষ শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
দায়িত্বে থাকাকালে সাহাবুদ্দীন আহমদের বিভিন্ন রায়ের প্রসঙ্গ ধরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, এই জাতি, পার্টিকুলারলি যারা বিচারাঙ্গনে চলাফেরা করেন, তারা জানেন সাহাবুদ্দীন সাহেবের কী অবদান এই বিচারাঙ্গনে। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার বিভিন্ন জাজমেন্টের জন্য।
তিনি বলেন, উনার ঐতিহাসিক জাজমেন্ট অষ্টম সংশোধনীর জাজমেন্ট। তা ছাড়া কখন স্যুট মেইনটেনেবল (মামলা পরিচালনার যোগ্য) হবে আর কখন স্যুট মেইনটেনেবল হবে না, থার্টি নাইন ডিএলআর অ্যাপিলেট ডিভিশন পেইজ-৪৬ এর জাজমেন্ট, এই জাতি পার্টিকুলারলি বিচারাঙ্গনে সবাই সারাজীবন মনে রাখবেন।
এখন থেকে ৫০ বা ১০০ বছর পরও বিচারপ্রার্থীরা ওই রায়ের সুফল পাবেন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিল ৯২ বছর।
রোববার সকালে দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিমকোর্টের পাশে জাতীয় ঈদগাহ ময়দানে সাহাবুদ্দীন আহমদের জানাজা অনুষ্ঠিত হয়।