শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের মহামানব: সাবেক অর্থমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাসের মহামানব আখ্যায়িত করে বলেছেন, আমরা জাতি হিসাবে তার মতো নেতা পেয়ে সৌভাগ্যবান হয়েছি। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে আবুল মাল আবদুল মুহিতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এএমএ মুহিত আরও বলেন, মহামানব সবসময় জন্ম হয় না। গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান ও শ্রেষ্ঠ নেতা। তার জন্ম হয়েছিল বলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশের গৌরব অর্জন করতে পেরেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুহিত পরিবারের পক্ষে বক্তব্য দেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. একেএম হাফিজ। পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজনৈতিক নেতাকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাক্সক্ষীদের নিয়ে কেক কাটেন এএমএ মুহিত। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের এবং এএমএ মুহিতের পিতা-মাতার রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাসের মহামানব আখ্যায়িত করে স্মৃতি চারণ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান মুহিতপুত্র শাহেদ মুহিত, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102