স্টাফ রিপোর্টার: নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার বিএনপির ওপর চাপানোর হাস্যকর মন্তব্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বার অবস্থা তখন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানোর হাস্যকর মন্তব্য করছে। জনদাবির প্রতি তোয়াক্কা না করে সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিরোধী দল দমনে উঠেপড়ে লেগেছে। কিন্তু জনগণের সহ্যের বাঁধ ভেঙ্গে গেছে।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা আড়াল করতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা এখন এক মগের মুল্লুকে বাস করছি, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারগুলো সরকারের পায়ের নীচে পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের পায়ের নীচের মাটি পুরোপুরি সরে গেছে বলেই তারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আদালতকে ব্যবহারের মাধ্যমে সাজা প্রদান অব্যাহত রেখেছে। অসত্য ও বানোয়াট মামলায় জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জল হোসেন, ইউনুস হোসেন এবং ক্ষেতলাল পৌরসভাধীন ওয়ার্ড বিএনপির সদস্য আফজাল হোসেনকে ৮ মাস করে সাজা প্রদানের ঘটনা সেটিরই ধারাবাহিকতা।
বিএনপি মহাসচিব আমান হোসেন, উজ্জল হোসেন, ইউনুস হোসেন এবং আফজাল হোসেনের সাজা মওকুফ করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।