রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

সরকারের ব্যর্থতায় দেশে ভয়ঙ্কর পরিস্থিতি: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশ রক্ষায় সব রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে এক করে বৃহত্তর ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের ব্যর্থতায় দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জোর করে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘উত্তাল মার্চ ১৯৭১’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে এবং পরিকল্পিতভাবে করছে। তারা আজ মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করছে। এই সবকিছুই করছে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য।

তিনি বলেন, এই সরকার আজ জোর করে আমাদের বুকের ওপর বসে আছে। আজ যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে- তাদেরকে হত্যা করছে, নির্যাতন করছে। ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আজ পাকিস্তানি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানিরা যা করেছে, বর্তমানে আওয়ামী লীগও তাই করছে। দ্রব্যমূল্য নিয়ে দেশে সংকট তৈরি হয়েছে। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই সরকারকে বিদায় করে খালেদা জিয়াকে মুক্তি করবো, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102