মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়া আত্মসমর্পণের সমান: ইউক্রেনীয় মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, সেগুলো মেনে নেওয়া আত্মসমর্পণের সামিল, যা ইউক্রেন কখনোই করবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় মন্ত্রী। খবর এএফপির।

বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বৈঠক শেষে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা সাংবাদিকদের বলেন, আমরা ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি চেয়েছিলাম। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। দেখা যাচ্ছে, এ বিষয়ে সিদ্ধান্তগ্রহণকারী অন্য কেউ রয়েছেন।

এসময় রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব মেনে নেওয়া আত্মসমর্পণের সামিল দাবি করে তিনি বলেন, আমি আবারও বলছি, ইউক্রেন আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করে না, কখনো করবেও না।

রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠক ‘কঠিন’ ছিল উল্লেখ করে কুলেবা আরও জানান, তিনি অবরুদ্ধ মারিউপুল শহরে মানবিক করিডোর চালুর বিষয়ে সিদ্ধান্ত আশা করেছিলেন। কিন্তু এমন প্রতিশ্রুতি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ইউক্রেনীয় মন্ত্রী বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযাগ করবেন রাশিয়ার মন্ত্রী।

দিমিত্র কুলেবা বলেন, আমরা কূটনৈতিক সিদ্ধান্ত চাই। কিন্তু সেটি না পেলে রুশ আগ্রাসনের মুখে আমাদের ভূমি, আমাদের জনগণকে রক্ষায় আত্মত্যাগ করতে প্রস্তুত।

সূত্র: এনডিটিভি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102