স্টাফ রিপোর্টার: তেল, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ মার্চ) মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন।
সদর উপজেলা বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহ সভাপতি হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, বকসী মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমেদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান সিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, পৌর যুবদলের সদস্য সচিব জায়েদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক রুমান আহমদ সহ যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বাড়ার কারণে পরিবহনে ভাড়া বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা।
জাকির হোসেন উজ্জ্বল তার বক্তব্যে বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রা কঠিন হয়ে পড়েছে। সামনে পবিত্র রমজান মাসের আগেই জনজীবনে দুর্ভোগ নেমে আসছে। মানুষ আজ উন্নয়নের বুলিতে বিশ্বাস করেনা। এই সরকারের আমলে লুটপাট ও সর্বগ্রাসী দুর্নীতিতে সবাই লিপ্ত। এই সরকারকে হটাতে হলে রাজপথে নামতে হবে, রাজপথে এই সরকারের পতন হবে। তাদের সময় শেষ হয়ে এসেছে।