মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

ঢাকার গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গাজীপুরে সাংবাদিক হাসিব খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি শনিবার গাজীপুর সদর মেট্রোপলিটন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হাসিব খান গাজীপুরের রথখোলা এলাকার বাসিন্দা। তিনি দৈনিক আমাদের অর্থনীতির গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। 

হাসিব খান জানান, সংবাদ সংগ্রহের কাজে তিনি জেলার হাড়িনাল এলাকায় ছিলেন। শুক্রবার বিকাল ৪টা ৪১ মিনিটে ০১৭৬৫৫৩১২৩১ নম্বর থেকে তাকে ফোন করা হয়। এ সময় তাকে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি।

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। 

জিডির তদন্ত কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন থানার এসআই ইমতিয়াজুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসিব খান নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
 
অভিযুক্ত মোহাম্মদ আলীকে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102