স্টাফ রিপোর্টার: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জিনিসপত্রের দাম বেড়েছে- এটি অস্বীকার করার সুযোগ নেই। শেখ হাসিনা ব্যবসা করেন না। অন্য দেশে যেসব পণ্যের দাম বেড়েছে, তা উনি কমাতে পারবেন না।
তিনি বলেন, দেশে উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। হু হু করে যে পণ্যের দাম বেড়েছে, তা নিয়ন্ত্রণ করা হবে। ট্যাক্স রিভেট দেব, ভ্যাট মওকুফ করব, বিদেশ থেকে বিনা শুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।
শুক্রবার সকালে সুনামগঞ্জের ছাতকে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান বলেন, নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। শক্ত হাতে দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে সরকার।
তিনি বলেন, শেখ হাসিনা অশ্লীলতা ও বেহায়াপনাকে পছন্দ করেন না। তিনি সব সময় পর্দানশীল অবস্থায় চলাফেরা করেন। শেখ হাসিনার সরকার সারা দেশে গ্রামে গ্রামে শহরের সব সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। উন্নয়নের ধারাবাহিতা অক্ষুণ্ন রাখতে হবে।
অনুষ্ঠানে লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমান সভাপতিত্ব করেন। সাইদুল ইসলাম শামীম ও মাহফুজুর রহমান মাসুমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ছাতক উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মামুনুর রহমান, এএসপি সার্কেল বিল্লাল আহমদ, ছাতক থানার ওসি মাহবুবুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি অনার্স কলেজের প্রিন্সিপাল সুজাত আলী রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, বিল্লাল আহমদ, আলতাবুর রহমান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, সিলেট জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাসুম আহমদ, সাজিদুর রহমান, আবু কয়েছ, সালিকুর রহমান, বাবুলমিয়া, রফিক মিয়া, দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক তাপস পুরকায়স্থ্য, সাংবাদিক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, মাওলানা ফিরোজ আহমদ, জয়নাল আহমদ, মাওলানা সামছুল ইসলাম, নুরুল হক, মানিক মিয়া, সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ, পরেশ দাস, রহিমা বেগম, জাকারিয়া, আব্দুল বাছিত, খলিলুর রহমান, প্রার্থনা রাণী চক্রবতী, সাফিয়া বেগম, নাজমিন বেগম, জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ আব্দুল গফ্ফার প্রমুখ।