

ইউকে বিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর, ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাংগঠনিক সম্পাদক, ইউনিটি অব মৌলভীবাজার এর অন্যতম উপদেষ্টা সাবেক ছাত্রনেতা শাহ শাফি কাদির এর আম্মাজান সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১ঃ৩০ মিনিটের সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন.)।
মরহুমার জানাজার নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল ইসলাম, কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার থায়রুল আলম লিংকন, ডিরেক্টর শেখ আব্দুর রউফ তালুকদার, কালচারাল কো অর্ডিনেশন ডিরেক্টর হেলেনা ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, উপদেষ্টা হারুন আর রশীদ, উপদেষ্টা সায়েদুর রহমান রেনু, ইউকে বিডি টিভি ডটকমের সম্পাদক কাউছারুল আলম রিটন ও বার্তা সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।
শোক বার্তায় মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান ও মরহুমোর আত্মার শান্তি কামনা করে দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানান।