শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

‘সকালে উঠে দেখব তিনিও আদর করছেন’

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬৫ এই পর্যন্ত দেখেছেন

বলিউডির জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। বর্তমান সময়ে ক্যারিয়ার ব্যাস্ততম সময় পার করছেন তিনি। সম্প্রতি একটি বাড়িও কিনেছেন। সব মিলিয়ে সময়টা ভালই যাচ্ছে অভিনেত্রী কৃতি শ্যাননের। কিন্তু প্রেম বিষয়ে কি একটু পিছিয়ে রয়েছেন অভিনেত্রী? বি-টাউনে তার সমসাময়িকদের কেউ কেউ বিবাহিত। কেউ আবার রয়েছেন সম্পর্কে। কিন্তু কৃতি এই নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন।

এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মতামত জানিয়েছিলেন কৃতি। তিনি বলেছিলেন, আশা করি, আমি ঘুম থেকে উঠলে আমার পোষ্যেরা আমাকে আদর করবে, সঙ্গে আরো বিশেষ কেউ থাকবেন আমায় আদর করার জন্য। ছবি দেখতে গিয়ে ঠান্ডা লাগলে তিনি হয়তো আমাকে তার জ্যাকেট এগিয়ে দেবেন। অথবা সারা দিন কাজ করে বাড়ি ফিরলে তিনি হয়তো ভেবেচিন্তে আমার জন্য ভাল কোনো খাবার আনাবেন।

২৭ জুলাই কৃতির জন্মদিন ছিল। জন্মদিন পালন করতে বোনের সঙ্গে লন্ডনে গিয়েছেন অভিনেত্রী। সেখানেই নাকি রয়েছেন তার সেই বিশেষ মানুষ। লন্ডনের সফল শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন কৃতি, কানাঘুষো এমনই। কবীর আবার মহেন্দ্র সিংহ ধোনি ও হার্দিক পাণ্ড্যেরও ভাল বন্ধু বলে শোনা যায়। এ বছরের প্রথম দিকেই কৃতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। যদিও কবীর বহিয়াকে নিয়ে কোনো মন্তব্য করেননি কৃতি। অনুরাগীদের প্রশ্ন, জন্মদিনে লন্ডনে গিয়ে কি কবীরের সঙ্গেও দেখা করবেন অভিনেত্রী?

এক পুরনো সাক্ষাৎকারে কৃতি বলেছিলেন, দু’জনের সব কিছু একই হতে হবে এমন তো কোনো মানে নেই! আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাকে। কোনো রকম ভণিতা ছাড়াই ভিতরের যে আসল মানুষটাকে দেখতে পাব সেই আদর্শ সঙ্গী আমার কাছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102