শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পানিউমদা বাজারে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয় ক্ষতি ঢাকায় আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষিকী পালন উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্ততি সভা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতক: ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সামাদ, বোগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান শেখ চাঁন, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশারফ ইসলাম নজরুল, ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমেদ, মনির হোসেন, কবির হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, উপজেলা ছাত্রলীগ এর দেলোয়ার হোসেন, বাংলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার, ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাজিদুর রহমান, আব্দুর রহমান ও মিয়া হোসেনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় ক্ষমতাসীন দলটির। এরপর জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ। তারা আরো বলেন, প্রতিষ্ঠার সময়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নাম ধারণ করলেও ১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। দলের নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। আওয়ামী লীগের নেতৃত্বে ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণআন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে সীমিত আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগমের কর্মসূচি এড়িয়ে ডিজিটাল মাধ্যমে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102