শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

জাতীয় সংসদ নির্বাচনে

সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ

আবুল কাশেম রুমন, সিলেট
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন। বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নানা কৌশল অবলম্বন করছেন ভোটারদের কাছে।

এক পথ সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে  (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) মানুষ আবারও প্রমাণ করবেন, এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি।
বর্তমানে ঘরে ঘরে সোনালী ধানের ঢেউ বইছে। মানুষ তারেক রহমানকে সমর্থন করে ধানের শীষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছেন।

বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে (২৯ ও ২৮ জানুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরী আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিত ভাবে করা হবে। যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদী ভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে পারগুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোনয়ন্ননে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মনে রাখবেন- আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। অভূতপূর্ব উন্নয়ন হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়নের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ।

এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাকিল আহমদের বাড়িতে উঠান বৈঠক, ওই ইউনিয়নের রামদা বাজারে গণসংযোগ ও পথসভা এবং ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মকবুল  হোসেন কাশেমী, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, নিউজার্সি ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সহ- স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, যুগ্ম-সম্পাদক মনসুর শিপন, সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন, সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক এনামুল আজিজ মুন্না, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হোসেন, সহ-সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক মামুন আহমদ  মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম আহমদ, সাধারণ সম্পাদক আজাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছন আহমদ, আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা যুবদল নেতা কামাল আহমদ, আমুড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল ওয়াহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেস ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সিলেট জেলা ছাত্রলদের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান নাঈম, সাধারণ সম্পাদক সাহেল আহমদ চৌধুরী, আলীনগর ইউনিয়নের মুরুব্বি আক্তার হোসেন রেজু, শাহজাহান হোসেন চৌধুরী, আজাদ আহমদ, ছানা মিয়া, জুবের আহমদ, নইব আলী, আসাদ মাস্টার, নানু মিয়া, ফয়জুল হক, হারুন মিয়া, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভির আহমদ, সদস্য ইমরান হোসেন, ইমতিয়াজ মাহিন, নয়ন আর রহমান, মাহিন আহমদ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102