

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়ার বিপরীতে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বিএনপির সাবেক সাংসদ আলহাজ¦ শেখ সুজাত মিয়া।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) অনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন তিনি। গত কয়েকদিন ধরে তিনি দিবারাত্রি প্রচারনা করেন এবং বিএনপির মনোনয়ন রিভিউ চেয়ে মিছিল মিটিং করে নবীগঞ্জ শহরে মশাল মিছিল করেন। কেন্দ্রের কোন সাড়া না পেয়ে অবশেষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শেখ সুজাত মিয়া।
হবিগঞ্জ-১ আসনে গত রবিবার বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমীনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর গ্রামের নেতা রাসেল আহমদ ও শাহ আজাদ আলী সুমন। এক দিন পরই মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া মনোনয়ন ফরম ক্রয় করেছেন । এছাড়া আরও মনোনয়ন ফরম ক্রয় করেছেন জাতীয় পাটির কেন্দ্রীয় সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় গন মাধ্যম সম্পাদক কাজী তোফায়েল আহমদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির জন্য গলার কাটা হয়ে দাড়াচ্ছেন বিএনপির সাবেক এমপি শেখ সুজাত মিয়া।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুন্ম আহবায়ক আব্দুল বারিক রনি বলেন, তৃর্নমুলের নেতা সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে যথাযথ মুল্যায়ন করা হয়নি। তিনি দলের জন্য দীর্ঘ ৩০ ধরে কাজ করছেন। তিলে তিলে বিএনপিকে সংগঠিত করেছেন। আমরা রিভিউ আবেদন করে কো সারা পাইনি। ১৭ বছরে যে নেতাকে দেখি নাই তাকে দল টিকেট দিয়ে আমাদের প্রতি অবিচার করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া বলেন, দীর্ঘ ষোল বছর ১ স্বৈরশাসনের পর এবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এ লক্ষ্যেই বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রকাঠামো গঠনের যে পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হচ্ছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী নন বলেই আমরা মনে করি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এসব ‘গলার কাঁটা’ দ‚র করা জরুরি।
হবিগঞ্জ জেলা বিএনপির যুন্ম আহবায়ক ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, আমি দলের কাছে বারবার রিভিউ আবেদন করে কোন সারা পাইনি। তাই তৃর্নমুল নেতাকর্মীর চাপে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি আশাবাদী নির্বাচনে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, এ পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন ফর ক্রয় করেছেন তারা হলেন, বিএনপির ড.রেজা কিবরিয়া, জাতীয় পাটির কেন্দ্রীয় সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় গন মাধ্যম সম্পাদক কাজী তোফায়েল আহমদ ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
জানা গেছে, ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। এই আসনে ১৭৭টি স্থায়ী ভোটকেন্দ্রের মধ্যে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী ভোটকক্ষ চুড়ান্ত করা হয়েছে।