বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রধান শিক্ষকের উপর হামলা সিলেট-৪ আসনে বহিষ্কৃত ও চিহ্নিত অপরাধীদের নিয়ে আরিফের প্রচারণা কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‘শুধু প্রিয়ংবদার জন্য’ কাব্য গ্রন্থের পর্যালোচনা পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়া আইনের শাসনকে ব্যাহত করবে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপিত বিজিবি কতৃক ৬ টি ভারতীয় গরু উদ্ধার ক্বারি নুরুল ইসলাম প্রেসিডেন্ট ও কামরুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় অনুষ্ঠিত

রাসিক মেয়র লিটন

বিএনপি থাকলে আমেজ বাড়তো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

প্রায় দেড় লাখ ভোটে ৩য় বারের মতো রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে বলতে চাই, আমি রাজশাহীবাসীর জন্য অতীতে সবধরনের উন্নয়ন কাজ করে এসেছি ৷ যেহেতু তারা আমার উপর আবারো আস্থা রেখেছেন, তাদের আস্থার প্রতিদান কাজের মাধ্যমেই দিবো।

মেয়র হিসেবে শপথ নপয়ার পর আমার প্রথম কাজ হবে শহরকে সম্প্রসারণে জোরালো উদ্যোগ নেয়া। সেই সঙ্গে আমার যে অঙ্গিকার ছিলো, কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটির কাজও শুরু করবো।

বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভোরের কাগজকে এসব কথা বলেন তিনি। এসময়, নিজের প্রয়াত বাবা শহিদ এএইচএম কামারুজ্জামান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

নবনির্বাচিত মেয়র বলেন, সারাদিন স্বচ্ছতার সুন্দর পরিবেশে কোনো সহিংসতা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি, সুষ্ঠু এই নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত ছিল। তাহলে নির্বাচনে আমেজ বাড়তো। তাদের সঙ্গে ভোটের লড়াই হতো। যেহেতু তারা আসেনি, এটা তাদের রাজনৈতিক ভুল বলে মনে হচ্ছে।

এক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান লিটন বলেন, ৬০-৭০ শতাংশ ভোট পড়লে ভালো লাগতো। তবে, এই প্রথম রাজশাহীবাসী বিশাল ব্যবধানে মেয়র নির্বাচন করলেন, এটিও কম ভালোলাগার বিষয় না। সেই সঙ্গে চিন্তারও বিষয় আছে। যে প্রতিশ্রুতি দিয়ে মেয়র প্রার্থী হয়েছিলাম, সেগুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। এটিতো মুখের কথায় হবে না। উদ্যক্তা খুঁজতে হবে। আমি সর্বাত্মক চেষ্টা করবো, প্রতিশ্রুতি বাস্তবায়নের। সেই সাথে প্রসারিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বেশি গুরুত্ব দিবো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102