ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর ভূখণ্ডে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত দুই দিনে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪২ জন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (১০ মে) এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গতকাল মঙ্গলবার ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জেষ্ঠ্য নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির তিনজন জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। তাদের মধ্যে চারটি শিশুও রয়েছে।
বুধবার অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারো অভিযান চালায় ইসরাইলি বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের দুজন যোদ্ধাসহ আরো পাঁচ ফিলিস্তিনি।
এর আগে মঙ্গলবার ইসলামিক জিহাদের যে তিনজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন তারা হলেন জিহাদ ঘান্নাম, খলিল আল বাতিনি ও তারেক এজেদাইন। এই তিনজনের মধ্যে এজেদাইন গাজায় নিহত হলেও তিনি মূলত ইসলামিক জিহাদের অবরুদ্ধ পশ্চিম তীর শাখার নেতা বলে জানা গেছে।
নিউজ /এমএসএম