মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

হোটেল থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

ফেনী শহরের একটি আবাসিক হোটেল থেকে একজন দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম যাদব চন্দ্র দেবনাথ (৫০)। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বড় বাজারে ট্যুরিস্ট হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
যাদব চন্দ্র দেবনাথ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নতুন বাজারের মনীন্দ্র চন্দ্র দেবনাথের ছেলে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, শহরের বড় বাজারের একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন যাদব চন্দ্র দেবনাথ। তিনি বড় বাজারে ট্যুরিস্ট হোটেলের একটি কক্ষে ভাড়া থাকতেন। গত বুধবার দুপুরে রুমে ঢোকার পর থেকে তিনি আর হোটেল কক্ষ থেকে বের হননি। বৃহস্পতিবারও বের হননি। হোটেল কর্তৃপক্ষ অনেক ডাকাডাকির পর কক্ষের দরজা না খোলায় তাদের সন্দেহ হয়।

সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ ফেনী মডেল থানা–পুলিশকে খবর দেয়। রাত ১০টার দিকে পুলিশ হোটেলে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে কক্ষের খাটের ওপর যাদব চন্দ্রের লাশ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই শাহাব উদ্দিন আরও জানান, যাদবের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।  ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, লাশটি নিয়ে যাওয়ার জন্য দোকান কর্মচারী যাদব চন্দ্রের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102