সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরী ললিতকলায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা

ইউক্রেন যুদ্ধ-ব্রেক্সিটের মধ্যে তুলনা: তোপের মুখে বরিস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ইউক্রেন যুদ্ধ ও ব্রেক্সিটের মধ্যে তুলনা করে ব্যাপক তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানা গেছে, দেশটির রাজনীতিবিদ ও কর্মকর্তারা তার বেফাঁস মন্তব্যের সমালোচনা করেছেন। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৯ মার্চ) এক বক্তব্যে বরিস জনসন ব্রেক্সিটের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতার জন্য এটা ব্রিটিশদের জন্য খুবই স্বাভাবিক ছিল, এখন যেমনটা রয়েছে ইউক্রেনীয়দের। এ বিষয়ে আরও বেশ কিছু উদাহরণ দেওয়া যাবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে। কারণ তারা ভিন্ন উপায়ে কিছু করার জন্য স্বাধীনতা চেয়েছে, নিজেদের মতো করে দেশ চালাতে চেয়েছে। অন্যদের শত্রু মনে করে নাগরিকরা ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়নি বলেও জানান তিনি।

ইউক্রেনের সঙ্গে তুলনা করে এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নেয়নি যুক্তরাজ্যের বিরোধী নেতারা। এদিকে ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, তার এ মন্তব্যে কিয়েভবাসী কষ্ট পাবে।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102