শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

‘রেড জুলাই’ ওয়েব পোর্টাল উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ এই পর্যন্ত দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা সংরক্ষণের উদ্দেশ্যে ‘রেড জুলাই’ নামে একটি ওয়েব পোর্টাল উন্মোচন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা পোর্টালের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মালিহা নামলাহ, আরিফ সোহেল, আব্দুর রশিদ জিতু, অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক মাফরুহী সাত্তার, এবং অধ্যাপক সেলিম।

মালিহা নামলাহ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পরও শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি, যার ফলে অনেক সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিচয়ে সুযোগ পেয়েছেন, আবার প্রকৃত মুক্তিযোদ্ধারা থেকে গেছেন উপেক্ষিত।

তিনি বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের গল্প আলাদা। ‘রেড জুলাই’ পোর্টালের মাধ্যমে তাদের সঠিক তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে সরকারের প্রদত্ত সুবিধা প্রকৃত ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ঢাকায় জাহাঙ্গীরনগর ছিল আন্দোলনের সূতিকাগার। যখন ঢাকার অন্যান্য ক্যাম্পাসে হামলা চলছিল, তখন জাহাঙ্গীরনগরের ছাত্ররা প্রথমবারের মতো প্রতিরোধ গড়ে তোলে। সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করে এই পোর্টালের মাধ্যমে সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২৪ এর গণ অভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের স্মরণীয় করে রাখতে ‘রেড জুলাই’ পোর্টালটি চালু করা হয়েছে। আমরা হাসপাতাল ও পরিবারের সাথে কথা বলে এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও লাইভ নিউজ থেকে প্রাপ্ত তথ্য ভেরিফাই করে আহত ও নিহতদের তালিকা সংগ্রহ করবো, যেন কোন ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করা না হয়।

এদিকে গণকবরের সঠিক তথ্য সংগ্রহের বিষয়ে অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, পত্র-পত্রিকার করা প্রতিবেদনের সাহায্যে আমরা গণকবর সম্পর্কিত তথ্য সংগ্রহ করবো। কেউ যদি নিখোঁজ ব্যক্তির সম্পর্কে দাবি করে, তাহলে আমরা সেই তথ্য যাচাই করে ওয়েব পোর্টালে প্রকাশ করবো। অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, গণকবরের সঠিক তথ্য পেতে ফরেনসিক বিভাগের রিপোর্টও ব্যবহার করা হবে।

অধ্যাপক সেলিম বলেন, ৩৬ দিনের ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যারা এই আন্দোলনে আহত বা নিহত হয়েছেন, তাদের তথ্য সংরক্ষণের জন্য এই ওয়েব পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু সমাপনী বক্তব্যে বলেন, ‘রেড জুলাই’ পোর্টালের আইডিয়া শিক্ষার্থীদের মধ্য থেকে এসেছে। ডকুমেন্টেশন জরুরি, এবং এই ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি ঘটনার পেছনের গল্প তুলে ধরার চেষ্টা করবো।

অধ্যাপক জামাল উদ্দিন রুনু আরো বলেন, ইন্টেরিম গভর্নমেন্টের উচিত, এই আন্দোলনে আহত ও নিহতদের জন্য কনক্রিট পদক্ষেপ গ্রহণ করা এবং তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102