

আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার: এশার নামাজ শুরু হয়েছে ১ম রাকাতেই হঠাৎ প্রচন্ড শব্দ, মনে হলো ফ্লোরে কিছু একটা পড়েছে, নামাজ শেষ হতেই মুসল্লীরা বলতে শুরু করলেন হুজুর,জাবেদের আব্বা পড়ে গেছেন,ধরাধরি করে যুবক মুসল্লীরা বারান্দায় নিয়ে পানি দিয়ে গাড়িতে করে হাসপাতাল নিয়ে গেছে। তারাবীর ১২ রাকাত শেষ হতেই মুসল্লী টিপু দাড়িয়ে বললেন হুজুর,জাবেদের আব্বা মারা গেছেন।আমার দেখা নম্র,ভদ্র,কথা কম বলাও শিষ্টাচারে ভরপুর একজন মুসল্লী।#ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীবাজার শহরের ২নং ওয়ার্ড সোনাপুর রোডে বসবাসরত অগ্ৰনী ব্যাংক মোস্তফাপুর শাখার কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম চৌধুরী (প্রকাশ জাভেদ আহমদের বাবা) অদ্য রোজ বৃহস্পতিবার রাতে (৮-৪০মিনিটে) মৌলভীবাজার সরকারি কলেজ জামে মসজিদে এশার ফরজ নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করিয়াছেন, মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার সরকারি কলেজ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হইবে,মরহুমের জানাজার নামাজে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ২য় জানাজা উনার নিজ গ্ৰামের বাড়ি আলাপুর উপজেলা-বাহুবল,জেলা-হবিগঞ্জে অনুষ্ঠিত হইবে।পবিত্র মাহে রমজানের এই মৃত্যুতে আল্লাহ পাক যেন উনাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন,আমিন।