শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা নিবন্ধিত পঞ্চগড়ে এমপাওয়ার্ড লিভিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সম্প্রীতি সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য- আফতাব চৌধুরী নতুন নিয়মে পরীক্ষা শুরু হতে পারে জানুয়ারিতে জালালাবাদ প্রদেশ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে গণস্বাক্ষর অনুষ্ঠিত রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগকে

জালালাবাদ প্রদেশ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে গণস্বাক্ষর অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন

বৃহত্তর সিলেটকে জালালাবাদ প্রদেশ ঘোষনা-সহ বৈষম্য ও অবহেলায় বঞ্চিত সিলেটের উন্নয়ন তথা রাজস্ব ও প্রবাসী রেমিটেন্স প্রদানের আলোকে সিলেট বিভাগের বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে  মৌলভীবাজার সদরের কুসুমবাগ এলাকায় গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণস্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন নারী নেত্রী বেগম নুরজাহান সোয়ারা।

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার জেলার সভাপতি বকশি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও মামুনুর রশীদ চৌধুরী মসু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকবাল, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌর কমিটির সভাপতি দুরুদ আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুলতান হোসেন, সিপিবি নেতা জহর লাল দত্ত, জেলা সুজনের যুগ্ন-সম্পাদক মোঃ কাওছার ইকবাল, সংগঠনের নেতা ডাঃ আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বকসী আখতার উজ্জামান লিটন, জেলা গন অধিকার পরিষদের নেত্রী নাহিদা খানম ও তাজুল ইসলাম প্রমুখ।

প্রদেশ প্রদেশ প্রদেশ চাই, প্রদেশ নিয়ে বাঁচতে চাই, এই শ্লোগানকে সামনে রেখে ঘোষিত দাবীসমূহ হলো, ঘরে ঘরে গ্যাস সংযোগ, রাজনগরকে পৌরসভায় উন্নতিকরণ, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ব্রীজ-কালভাট স্থাপন, চা শ্রমিক সন্তানদের শিক্ষাকোটা প্রদান, মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্রাম-গঞ্জে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, সিলেট রেলওয়েতে ডুয়েল গেজ ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, মৌলভীবাজারকে দ্রুত ‘পর্যটন জেলা’ বাস্তবায়ন, শমশেরনগর এয়ারপোর্টে দ্রুত আভ্যন্তরিণ ফ্লাইট চালু করণ, হাওর বিল রক্ষা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, মহাসড়ক ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, দুই জোড়া ট্রেন বৃদ্ধিসহ নতুন ইঞ্জিন ও কোচ সংযোগ।

সিলেটবাসীর ন্যায্য এই দাবী সমূহকে অবিলম্বে বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোড় দাবী জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102