

বৃহত্তর সিলেটকে জালালাবাদ প্রদেশ ঘোষনা-সহ বৈষম্য ও অবহেলায় বঞ্চিত সিলেটের উন্নয়ন তথা রাজস্ব ও প্রবাসী রেমিটেন্স প্রদানের আলোকে সিলেট বিভাগের বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে মৌলভীবাজার সদরের কুসুমবাগ এলাকায় গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণস্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন নারী নেত্রী বেগম নুরজাহান সোয়ারা।
জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার জেলার সভাপতি বকশি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও মামুনুর রশীদ চৌধুরী মসু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকবাল, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌর কমিটির সভাপতি দুরুদ আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুলতান হোসেন, সিপিবি নেতা জহর লাল দত্ত, জেলা সুজনের যুগ্ন-সম্পাদক মোঃ কাওছার ইকবাল, সংগঠনের নেতা ডাঃ আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বকসী আখতার উজ্জামান লিটন, জেলা গন অধিকার পরিষদের নেত্রী নাহিদা খানম ও তাজুল ইসলাম প্রমুখ।
প্রদেশ প্রদেশ প্রদেশ চাই, প্রদেশ নিয়ে বাঁচতে চাই, এই শ্লোগানকে সামনে রেখে ঘোষিত দাবীসমূহ হলো, ঘরে ঘরে গ্যাস সংযোগ, রাজনগরকে পৌরসভায় উন্নতিকরণ, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ব্রীজ-কালভাট স্থাপন, চা শ্রমিক সন্তানদের শিক্ষাকোটা প্রদান, মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্রাম-গঞ্জে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, সিলেট রেলওয়েতে ডুয়েল গেজ ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, মৌলভীবাজারকে দ্রুত ‘পর্যটন জেলা’ বাস্তবায়ন, শমশেরনগর এয়ারপোর্টে দ্রুত আভ্যন্তরিণ ফ্লাইট চালু করণ, হাওর বিল রক্ষা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, মহাসড়ক ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, দুই জোড়া ট্রেন বৃদ্ধিসহ নতুন ইঞ্জিন ও কোচ সংযোগ।
সিলেটবাসীর ন্যায্য এই দাবী সমূহকে অবিলম্বে বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোড় দাবী জানানো হয়।