রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তর আবারও অভিযানে নামছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অননুমোদিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ২৬ মে একই ধরনের অভিযান চালিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘অননুমোদিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক বন্ধে অ্যাকশনে যাচ্ছি আমরা। আবার ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অভিযান শুরু করা হবে। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত এ অভিযান চালানোর পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন আছে, কিন্তু তারা পরিচালনার সব শর্ত মানছে না; পরিস্থিতির উন্নতির জন্য তাদের তিন মাস সময় দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তিন মাস পার হওয়ার পরও যারা নিয়ম মেনে লাইসেন্স রিনিউ বা নতুন লাইসেন্স নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই অভিযান চালানো হবে।

এ অভিযানের বিষয়ে গত বুধবার (২৪ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সারা দেশের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সমন্বয় সভা হয়েছে বলেও জানিয়েছেন ডা. আহমেদুল কবির।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102