শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুই ডেপুটি স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অবশেষে জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকুই হচ্ছেন পরবর্তী ডেপুটি স্পিকার। যিনি পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তাকে ডেপুটি স্পিকার পদে নিয়োগের জাতীয় সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ।

সূত্র জানায়, অনেকের নাম আলোচনায় থাকলেও জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেই বেছে নিচ্ছে সরকার। ইতোমধ্যে সংসদ সচিবালয়কে নির্দেশ দেয়া হয়েছে এ সংক্রান্ত সব নথি প্রস্তুত করার জন্য।

সংসদের একটি সূত্র জানায়, সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী রোববার সকাল ১০টার মধ্যে প্রস্তুতি নিয়ে সংসদে আসার জন্য ফোন করে বলেছেন শামসুল হক টুকুকে। গণভবন থেকেও তাকে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়েছে।

শামসুল হক টুকুই কি ডেপুটি স্পিকার?

শামসুল হক টুকু পাবনা থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ রোববার একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে। এরপর সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রসঙ্গত, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর থেকেই নতুন ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। শেষ পর্যন্ত তিনিই বসতে যাচ্ছেন ডেপুটি স্পিকারের আসনে। সূত্র: ঢাকাপ্রকাশ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102