শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা পার হলো গাড়ি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: টোল দিয়ে বেশ কয়েকটি গাড়ি পদ্মা সেতু পার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা।

১ হাজার ২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি সব কিছু ঠিক আছে।

এর আগে ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তে সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয় সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। পরীক্ষামূলকভাবে সড়ক বাতিগুলো জ্বালানো হয়। সব কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের এই সেতুটি। পর দিন ২৬ জুন থেকে চলবে সব যানবাহন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102