বিলেতে বাঙালি কমিউনিটির সুপরিচিত সাংস্কৃতিক সংগঠক, বিবিসি বাংলা, সাপ্তাহিক জনমত ও বাংলা টিভি সহ বিভিন্ন মিডিয়ার সাবেক সাংবাদকর্মী শাহীন জামান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইউকে বিডি টিভি পরিবার।
ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ইউকে বিডি টিভি.কম সম্পাদক কাওছারুল আলম রিটন, কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ইউকে বিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, সহ অন্যান্য ডিরেক্টরবৃন্দ।
এক বিবৃতিতে প্রেরিত শোক বার্তায় ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান, মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিলেতে বাঙালি কমিউনিটির সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। শাহীন জামান ছিলেন, একজন সাংবাদিক, কণ্ঠশিল্পী, নাট্য শিল্পী, সাংস্কৃতিক কর্মী। বিবিসি বাংলা, সাপ্তাহিক জনমত ও বাংলা টিভিসহ বিভিন্ন মিডিয়ায় তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
উল্লেখ্য শাহীন জামান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন ১৯৮৫ সালের দিকে যুক্তরাজ্যে আসেন। বিলেতে আসার পর নিজের মেধা কাজে লাগিয়ে তিনি দ্রুতই সাংস্কৃতিক এবং মিডিয়া পরিমন্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।
সাংবাদিকতার বাইরেও শাহীনের সম্পৃক্ততা ছিলো বিভিন্ন অঙ্গনে। তিনি একজন নেতৃস্থানীয় সাংস্কৃতিক কর্মী হিসেবে ৮০ ও ৯০ দশকের শেষের দিকে ইউকে জুড়ে অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও উপস্থাপনা করেন। ঐসময় সেন্ট্রাল লন্ডনে ভারতীয় ওয়াইএমসিএ-তে তার প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রখ্যাত নজরুল সঙ্গীত গায়িকা ফেরদৌস আরা বাংলাদেশী শিল্প ও সংস্কৃতির প্রতি শাহীন জামানের গভীর অঙ্গীকারের কথা তুলে ধরেছিলেন।
নিউজ /এমএসএম