রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

ডা: গোলাম রব এর ফেলোশিপ ডিগ্রি অর্জন

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬১ এই পর্যন্ত দেখেছেন
ছাতকের কৃতি সন্তান ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েব এই প্রথম আমেরিকার দুইটি প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিশ্বের অন্যতম মেডিকেল কলেজ রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন অব গ্লাসগো (এফআরসিপি) ও আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান (এফএসিপি) এই দুইটি প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন।
ছাতক পৌর শহরের ৭নং ওয়ার্ডের দারুস সালামের বর্তমান বাসিন্দা, ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের প্রবীণ চিকিৎসক ডা.গোলাম মস্তফার পুত্র ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েব।
তিনি সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এমবিবিএস পাশের পর থেকে ডা: মোহাম্মদ গোলাম রব শোয়েব সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। চিকিৎসা সেবায় তাঁর কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ায় ওই হাসপাতালেই তিনি মেডিসিন বিভাগের এসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়।
ডা: মোহাম্মদ গোলাম রব শোয়েব জানান, ফেলোশিপ ডিগ্রি অর্জন করায় চিকিৎসা সেবায় তাঁর কৃতিত্ব ও দক্ষতার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী এবং উদ্ভাবনী চিকিৎসকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102