ছাতকে নিখোঁজের ৬ দিন পর মোঃ সাজন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দোয়ারাবাজারের নৈন গাঁও এলাকায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। মোঃ সাজন মিয়া ছাতক পৌর এলাকার মন্ডলীভোগের বাসিন্দা খুরশিদ আলমের পুত্র এবং সেলিম আহমদ ও সালমান আহমদ সাগরের ভাই।
জানাগেছে, মোঃ সাজন মিয়া গত বুধবার (২৯ মে) সকাল ৬.০০ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায় নি। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যচ্ছিলো না। পত্র-পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিখোঁজের সংবাদটি বেশ ফলাও ভাবে প্রচারিত হয়েছে। কিন্তু মোঃ সাজন মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।