স্থানীয় সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুল লতিফ তারিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তেতুলিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তারিন এর সাথে তেতুলিয়া চৌরাস্তা বাজারে কৃষকলীগের অফিসে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল লতিফ তারিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন বক্তব্য রাখেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক খাদেমুল ইসলাম,মোবারক হোসাইন, মোহাম্মদ রনি নিয়াজি, সোহাগ হায়দার, আশরাফুল ইসলাম, সোহরাব আলী, আব্দুল রাজ্জাক, মিজানুর রহমান মিন্টু, এসকে দোয়েল, রবিউল ইসলাম, জুলহাস উদ্দীন প্রমুখ।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল লতিফ তারিন প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন উল্লেখ করে আসন্ন নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য আব্দুল লতিফ তারিন তেতুলিয়া ইউনিয়নের আজিজনগর গ্রামের সাবেক শিক্ষা অফিসার
মোঃ আলী উদ্দিন ও মাতা মোছাঃ রাবেয়া খাতুন
এর ছেলে।