মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য- রাশেদা সুলতানা তেঁতুলিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপিত ভূমি নিবন্ধন ডিজিটালাইজেশনের সাথে অন্যান্য সেবাও যুক্ত করে দ্রুত গ্রাহক সেবার ব্যবস্থা করা হবে—-ভুমি মন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই—-মুহিবুর রহমান মানিক এমপি পার্বত্য অঞ্চলের বন সংরক্ষণের জন্য জরিপ করা আবশ্যক চা বোর্ড নির্ধারিত দরে প্রথম বারের মতো চা পাতার নিলাম শুরু স্মার্ট সি‌লেট গড়তে ব্যবসায়ীদের সাথে সিসিক মেয়র এর বৈঠক অনুষ্ঠিত নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষতা সম্পন্ন স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান শেখ হাসিনা-পার্বত্য প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বই অনুদান সম্পন্ন দেশে সুশাসন বিরাজ থাকায় নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে-পার্বত্য প্রতিমন্ত্রী

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২২ এই পর্যন্ত দেখেছেন
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী পদে ৬ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখির করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মুর্তজা হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া, সাবেক শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আমজাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি মো. আকবর হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. লোকমান মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. মো. রেজাউল করিম।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন । তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হীরেন্দ্র পুরকায়স্থ, সহ-সভাপতি শাজাহান মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহিদ হাসান জীবন, ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন, জলসুখা ইউপির সাবেক সদস্য মিনু মিয়া, কালীপদ পাল, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এবং হারুনুর রশিদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান রুখসানা আক্তার শিখা এবং রেফা আক্তার।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।  মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।
প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। পুরুষ ভোটার সংখ্যা ৪৮ হাজার ৭২৫ জন, মহিলা ভোটার সংখ্যা ৪৭ হাজার ৩০২ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102