ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে সাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে সম্বর্ধনা অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে তাদের হাতে উপহারের চেক তুলে দেওয়া হয়।
সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে সম্বর্ধনা দিয়েছে জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ সময় সাফজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, পরে উপহারের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সাফ জয়ী অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা খেলোয়ার ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারপ্রাপ্ত সাগরিকা ও স্বপ্না রানী এবং সাফজয়ী অনূর্ধ্ব ১৬ নারী দলের খেলোয়ার অনন্যা মর্মু বিথী, সুমি ও রেশমি আক্তারকে সম্বর্ধনা দেওয়া হয়।
সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দলের ৫ জনের বাড়ী ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায়। রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়ার।
সম্বর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, একাডেমির কোচ সুগা মরমু গোপাল, জেলার একাডেমির কর্মকর্তা, রাঙ্গাটুঙ্গী একাডেমির নারী খেলোয়ার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিকে আগামী দিনে আরো জাতীয় মানের নারী খেলোয়ার তৈরীর জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।