রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন অনুষ্ঠিত কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত আল্লাহর ওয়াস্তে মানুষের খেদমত করুন দেড় বছরেও চালু হয়নি বাল্লা স্থলবন্দর পঞ্চগড় রেললাইনের পাশ থেকে ধর্ষিতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও খৎনা কর্মসূচি অনুষ্ঠিত পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ ছাতকে তারুণ্যের উৎসবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে গুরুত্বপূর্ণ উপাদান- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বুধবার ফুলতলী ছাহেব ক্বিবলাহর ঈসালে সাওয়াব মাহফিল

লেখক কয়েস সামী’র সাফল্য

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

এবারের অমর একুশে বইমেলা (২০২৪ বইমেলায়) অনুজ প্রকাশন এর বেস্টসেলার টপ ৩টি বইয়ের মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছে তরুণ লেখক কয়েস সামীর ‘প্রবেশ নিষেধ’, ২য় স্থানে মুহাম্মদ জাহিদ হোসাইনের ‘রাত্রিহরণ’ এবং ৩য় স্থানে আহমেদ শিমুর ‘অচেনা পথে চেনা মানুষ’। এই বইগুলো সমগ্র বাংলাদেশে অনেক সাড়া ফেলেছে। এছাড়াও সদ্য সমাপ্ত বইমেলায় রকমারির ফিকশন ক্যাটাগরিতে সর্বোচ্চ বিক্রিত বই হিসেবে স্থান পেয়েছিল ‘প্রবেশ নিষেধ’।

রাতারাতি জনপ্রিয় থ্রিলার লেখক কয়েস সামী পেশায় একজন ব্যাংকার। ছোটবেলা থেকেই লেখালেখির নেশায় আসক্ত। ছড়া, কবিতা, গল্পসহ অনেক লেখা স্থান পেয়েছে জাতীয় এবং স্থানীয় অনেক মাধ্যমে। লেগে থাকা এবং নেশা দু’টির কারণেই সাফল্যের হাতছানি। এসবের অনুপ্রেরণা পড়ায় আসক্তি, পরিবেশ, সহপাঠী এবং ‘অনন্য শ্রীমঙ্গল’। এই শ্রীমঙ্গলেরই কৃতি সন্তান কয়েস সামী। পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আব্দুল মান্নান ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগী এবং শ্রীমঙ্গলের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।

এ ব্যাপারে জানতে চাইলে লেখক কয়েস সামী বলেন, একটা প্রকাশনীর লেখকদের মধ্যে বেস্ট সেলার হওয়ার মতো ঘটনা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আমার সকল পাঠকদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা। অনুজের অন্য দুই লেখকের জন্য শুভকামনা। আমার লেখা তিনটি থ্রিলার- টিউশনি, হেল্পিং হ্যান্ড আর প্রবেশ নিষেধ! এর প্রথমটি মৌলিক, আর বাকিগুলো বিদেশি উপন্যাস অবলম্বনে।

প্রবেশ নিষেধের কিছু কথা- প্রেম-অপ্রেম, ভালোবাসা, বিশ্বাসঘাতকতার অদ্ভুত দোলাচল মেশানো এক টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার ‘প্রবেশ নিষেধ’।

অকল্পনীয় একটা অপরাধ করে ফেলেছে সানজানা। স্বামী সায়হামকে খুন করে ফেলেছে সে! সে এখন কী করবে? ক্রাইম সিনে থেকে গিয়ে নিজের অপরাধ স্বীকার করবে? নাকি পালিয়ে যাবে?

অনেক চিন্তা ভাবনা করে সে পালাবার সিদ্ধান্ত নিলো। তার এতদিনের সাজানো সংসার, চাকরি, বড়ো বোন ফারজানা- সবকিছু পেছনে ফেলে সে ঘর থেকে বের হয়ে গেল অজানার উদ্দেশ্যে। পুলিশ ক্রাইম সিনে পৌঁছাবার আগেই সে চলে যেতে চায় বহুদূর।

কিন্তু দুর্ভাগ্যবশত তাকে গভীর রাতে আশ্রয় নিতে হলো ঢাকা থেকে অদূরে অবস্থিত প্রায় পরিত্যক্ত একটা রিসোর্টে। তিন্নি’স রিসোর্টে আশ্রয় নেয়ার পর সে জানতে পারলো, দু’বছর আগে এখানেই খুন হয়েছিল নার্গিস নামের একটা মেয়ে। অন্যদিকে, পাশের দোতলা থেকে তার দিকে তাকিয়ে আছে এক নারী ছায়ামূর্তি।

একদিকে পুলিশের ভয়, অন্যদিকে তিন্নি’স রিসোর্টের ভয়ংকর ইতিহাস আর সেই ছায়ামূর্তি! কী করবে সানজানা? এমনই জমানো একটি থ্রিলার প্রবেশ নিষেধ। পুরোটা পাঠ করে তৃপ্তি পাবেন পাঠকরা, এই আশাবাদ লেখকের।

লেখকের আরেকটি বই “টিউশনি” প্রকাশিত  হয়েছে অডিও বুক হিসেবে। সময়ের অভাবে যাদের বই পড়া হয়ে উঠে না তারা চাইলে কাব্যিক অ্যাপ এ অডিওবুক হিসেবে শুনে ফেলতে পারেন গল্পটি। ধীরে ধীরে অডিও বুক জনপ্রিয় হচ্ছে।

উল্লেখ্য, টিউশনিতে শ্রীমঙ্গলের পাঠকদের জন্য রয়েছে আলাদা একটা ব্যাপার। আছে ভিক্টোরিয়া খেলার মাঠ। আছে মিশন রোড, কলেজ রোডসহ আরো অনেক পরিচিত জায়গা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102