রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বই অনুদান সম্পন্ন দেশে সুশাসন বিরাজ থাকায় নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে-পার্বত্য প্রতিমন্ত্রী গাজায় গণহত্যার প্রতিবাদ করায় বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার আল্লাহ্ কে? আমরা কি আল্লাহর পরিচয় জানি? তেতুলিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২ সিলেটে ১৮ টি ভারতীয় গরুসহ ৩ ব্যবসায়ী আটক পঞ্চগড়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু কেতকী রঞ্জন আচার্যের প্রয়াণে বিভিন্ন মহলের শোক প্রকাশ আওয়ামীলীগ সরকারে আমলে পার্বত্য এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-পার্বত্য প্রতিমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে

খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১ এই পর্যন্ত দেখেছেন

খাগড়াছড়ি জেলা সদরেরে চেঙ্গী স্কোয়ার স্মৃতিসৌধে মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৪৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।

শ্রদ্ধা নিবেদনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্র্র্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধে এত ব্যাপক নারকীয় গণহত্যা বিশ্বে আর দ্বিতীয়টি নেই। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশ-মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালিরা।

প্রতিমন্ত্রী বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ, সেই সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা-বোনের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। তিনি মহান স্বাধীনতা দিবসের চেতনাবোধ ও তাৎপর্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102