ছাতকে রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবসান ঘটেছে। ছাতক ও কোম্পানীগঞ্জের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে ছাতকের সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন একটি বন্ধ করে দেয়া রাস্তা মুক্ত করে বিরোধের নিস্পত্তি করেন। একই সাথে প্রায় ১০ ফুট প্রসস্থ রাস্তায় থাকা ৩ টি বসত ঘরের আংশিক ভেঙ্গে দেয়ার নিদের্শ দেন তিনি।
ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার বাহাদুরপুর মৌজার ছনবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী গ্রামে রয়েছে ছাতক রাজস্বের প্রায় সাড়ে তিন একরের মতো বাড়িয়ান সমতল ভুমি। ভুমিটির অবস্থান কোম্পানীগঞ্জ উপজেলায় হলেও এর রাজস্ব মুলত ছাতক উপজেলায়। যে কারনে ভুমি জটিলতায় এ বিশাল ভুমি প্রশাসনের অনেকটাই চোখের আড়ালেই ছিলো দীর্ঘদিন ধরে। যুগের পর যুগ পড়ে থাকা সরকারী এ ভুমিতে ক্রমে-ক্রমে গড়ে উঠে জনবসতি। কালান্তরে কুঁড়ে ঘর থেকে দালানকোটাও গড়ে উঠে এ ভুমিতে। চেলা নদীর তীরবর্তী সরকারী এ ভুমিতে গড়ে উঠা জনবসতির লোকজনের বেঁচে থাকার অন্যতম উপায় হয়ে দাঁড়ায় চেলা নদীর নির্মল পানি। চেলা নদীর পানিতে গোসল করা সহ রান্না-বান্না ও এ পানি পান করে জিবীকা নির্বাহ করে আসছে এসব মানুষ। নিজেদের প্রয়োজনে নদীতে আসা-যাওয়ার জন্য রাস্তাও তৈরী করে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে তারা। সম্প্রতি পারিবারিক বিরোধের জের ধরে ছনবাড়ী গ্রামের বাসিন্দা মুক্তার আলী চেলা নদীতে যাতায়াতের এ রাস্তা বাশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে সরকারী এ ভুমিতে বসবাস করা প্রায় ৩০-৩৫টি পরিবার পড়ে চরম বিপাকে। কোন টিউবওয়েল না থাকা চেলা নদীর পানির উপর নির্ভশীল এসব পরিবার পানি সংকটে পড়ে দুর্বিসহ জীবন-যাপন করতে থাকে।
বিষয়টি আইনীভাবে নিস্পত্তি করার দাবীতে সম্প্রতি সরকারী এ ভুমিতে বসবাস করা নার্গিস বেগম নামের এক মহিলা সহকারী কমিশনার (ভুমি) ছাতক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উভয়পক্ষের লোকজনের উপস্থিতে বেড়া তুলে দিয়ে রাস্তা মুক্ত করে দেন সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারী তহশীলদার রেবুল কুমার দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াদ আলী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য আমিনুল ইসলাম আজির, ইউপি সদস্য সুজিত কুমার দাস, স্থানীয় হারিছ আলী, ইসমাইল আলী, আব্দুল জব্বার খোকন, আলতা মিয়া, মখলিছুর রহমান, আব্দুল করিম, মদরিছ আলী, গোলাম মোস্তফা, আরশাদি মিয়া, সিরাজ মিয়া, আশিক আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন