মৌলভীবাজার সরকারি কলেজের ১৯৮৫-৮৬
শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের গঠিত প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় সংগঠন এর পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে নগদ টাকা, সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মার্চ) শহরের সরকারি বিদ্যালয় মাঠে এ নগদ টাকা, সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত সেহরী ও ইফতার সামগ্রী মধ্যে রয়েছে
৫ লিটার তৈল, ২ কেজি চিনি, ২ কেজি চানা, ২ কেজি ডাল, ৮ কেজি চাউল ১ কেজি লবন, ১ প্যাকেট সেমাই ও নগদ পাঁচশত টাকা।
সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় এর যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মকিস মনসুর, কাউন্সিলর সালেহ আহমেদ, সুজা আহমেদ, জাফর আহমেদ ফরহাদ, প্রবাসী স্বপন আহমেদ সহ অন্যান্য বন্ধুরা।
এই মানবিক ও মহতি কাজের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন বাংলাদেশ টিমের কাজি আসাদুজ্জামান আসাদ, সৈয়দ মোকাম্মিল আলী,সৈয়দ সাহেদ আলী, ওবায়দুর রহমান ছালিক,রেজাউর রহমান চৌধুরী রেজা, সাহিদ আহমেদ, গিয়াস আহমেদ, মুক্তার আহমেদ, ও সায়েক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, মৌলীভাবাজার সরকারি কলেজের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় এর এডমিন লন্ডন প্রবাসী কাজল রশীদ সহ অন্যান্য বন্ধুদের একান্ত প্রচেষ্ঠায় দীর্ঘ একযুগ ধরে এই গ্রুপ আর্তমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নানা প্রজেক্টের মাধ্যমে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।